New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় ভাষণে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'স্বাধীনতার পর থেকে দেশ শাসন করা দলের এই পতন দেখে দুঃখ হয়। আমার কংগ্রেসের প্রতি সমবেদনা রয়েছে। কংগ্রেস ক্ষমতার অহঙ্কারে গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশের সংবিধান, মর্যাদাকে জেলবন্দি করেছিল। সেই কংগ্রেস এখন আমাদের গণতন্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছে। যে কংগ্রেস দেশের সুরক্ষার সঙ্গে আপোস করেছে তারা এখন আমাদের দেশের সুরক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছে'।
/anm-bengali/media/post_attachments/4b344fb1f88ee4bcda735d62a63e40d7cde3ce2a47354405123067222ad26327.jpeg)
/anm-bengali/media/post_attachments/3c114bd23d141bf37f05e68950926ffd7a54c7393b442075671210eb75b61ac0.jpeg)
/anm-bengali/media/post_attachments/38daec9a07f60d799acdb2f9d9692de3cfabf1b0dd63eadd947b6779b6ab7260.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us