বড় কথা বলে দিলেন মোদি, ‘ইন্ডি জোট ভারতকে ধ্বংস করে দেবে’!

'INDI জোটের ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর রোগ রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india addllianceee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের শ্রাবস্তিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, "INDI জোটের ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর রোগ রয়েছে। তারা ছড়িয়ে পড়লে পুরো ভারতকে ধ্বংস করে দিতে পারে। এই তিনটি রোগই দেশের জন্য ক্যান্সারের চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। এই রোগগুলি হল, এই লোকেরা চরম সাম্প্রদায়িক, এই লোকেরা চরম বর্ণবাদী, এই লোকেরা চরম স্বজনপ্রীতিবাদী। এই তিন রোগই সবকিছুকে ধ্বংস করে দেবে”।

india alliance.webp

pmmodiop2.jpg

Add 1