‘পন্ডিত নেহেরুর মন্তব্যে আজও ব্যাথিত উত্তর-পূর্বের মানুষ’, দাবি মোদীর

'আমি গভীরভাবে আহত হয়েছিলাম'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G0vh5_6bcAAmyQG

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ দ্বিতীয় দিন, অসমের দরং-এ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই ভারতরত্ন সুধাকান্ত ভূপেন হাজারিকা জি-এর জন্মদিন উদযাপন করেছি। গতকাল, তাঁর সম্মানে আয়োজিত একটি খুব বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। মুখ্যমন্ত্রী আমাকে কংগ্রেস দলের সভাপতির একটি ভিডিও দেখিয়েছিলেন, এবং এটি দেখে আমি গভীরভাবে আহত হয়েছিলাম। যেদিন ভারত সরকার এই দেশের মহান পুত্র, আসামের গর্ব ভূপেন হাজারিকা জিকে ভারতরত্ন প্রদান করেছিল। কংগ্রেস দলের সভাপতি বলেছিলেন যে মোদী নৃত্যশিল্পী এবং গায়কদের ভারতরত্ন দিচ্ছেন। ১৯৬২ সালে চিনের সাথে যুদ্ধের পর, পণ্ডিত নেহেরু যা বলেছিলেন, উত্তর-পূর্বের মানুষের সেই ক্ষত আজও নিরাময় হয়নি”।