/anm-bengali/media/media_files/2024/10/31/tmA4E36BsPxfq5diVzJg.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সংসদে চলছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আর সেখান থেকেই বিরোধীদের স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “আমি ২২ এপ্রিল বিদেশে ছিলাম। আমি তৎক্ষণাৎ খবর পেয়ে ফিরে আসি। আর ফিরে আসার পরপরই, আমি একটি সভা ডেকেছিলাম এবং আমরা স্পষ্ট নির্দেশ দিয়েছিলাম যে সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দিতে হবে এবং এটি আমাদের জাতীয় সংকল্প। সেনাবাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং আরও বলা হয়েছিল যে সেনাবাহিনী কখন, কোথায়, কীভাবে আঘাত হানবে তা তারাই নির্ধারণ করবে। সেই সভায় এই সমস্ত কথা স্পষ্টভাবে বলা হয়েছিল”।
তাঁর কথায়, “আমরা গর্বিত যে সন্ত্রাসীদের শাস্তি দেওয়া হয়েছে, এবং এটি এমন শাস্তি যে সন্ত্রাসবাদীদের মূল পরিকল্পনাকারীদের আজও ঘুম হচ্ছেনা ঠিক করে”।
#WATCH | Discussion on Operation Sindoor: PM Narendra Modi says, "I was abroad on 22nd April. I returned immediately. And immediately after coming back, I called a meeting and we gave clear instructions that a befitting reply has to be given to terrorism and this is our national… pic.twitter.com/emsywOM9Vx
— ANI (@ANI) July 29, 2025
/anm-bengali/media/post_attachments/4e644995-462.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us