New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন ‘সিঁদুর’-এর পর এই প্রথমবার রাজস্থান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিকানেরের এয়ার ফোর্স স্টেশনে পৌঁছন তিনি। সফরের শুরুতেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের ১০৩টি রেলওয়ে স্টেশনের।
/anm-bengali/media/media_files/2025/05/11/oyQmhMoRQELfy9OK56Pk.jpg)
উদ্বোধন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যান রাজস্থানের জনপ্রিয় কারনি মাতা মন্দিরে। এই সফর রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us