অপারেশন সিঁদুরের পর প্রথম রাজস্থান সফরে মোদী! বিস্তারিত জানুন

অপারেশন সিঁদুরের পর প্রথম রাজস্থান সফরে নরেন্দ্র মোদী। বিকানের এয়ারবেসে পৌঁছে ভার্চুয়ালি ১০৩ রেলওয়ে স্টেশন উদ্বোধন এবং কারনি মাতা মন্দিরে দর্শন।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : অপারেশন ‘সিঁদুর’-এর পর এই প্রথমবার রাজস্থান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিকানেরের এয়ার ফোর্স স্টেশনে পৌঁছন তিনি। সফরের শুরুতেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের ১০৩টি রেলওয়ে স্টেশনের।

Operation sindoor

উদ্বোধন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যান রাজস্থানের জনপ্রিয় কারনি মাতা মন্দিরে। এই সফর রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।