নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের আগ্রায় এক জন সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গলায় উঠে আসল কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার সম্পত্তি বিষয়ক মন্তব্য। এদিন কার্যত হুঙ্কার দিয়ে তিনি বলেন, “আপনি কি আপনার সম্পত্তি দুর্নীতিগ্রস্ত এসপি-কংগ্রেস জোটের কাছে ছেড়ে দেবেন? এসসি, এসটি এবং ওবিসি অধিকার লুণ্ঠন করার আগে এবং মহিলাদের মঙ্গলসূত্রে নজর দেওয়ার আগে তা রুখে দাঁড়াব আমি। মোদি যতদিন বেঁচে আছেন, অন্য কেউ এমন পাপ করার সাহস পাবে না। এরকম পাপ করার আগে তাঁকে মোদির সঙ্গে মোকাবিলা করতে হবে”।
/anm-bengali/media/media_files/hydJ5UWLExCu4kDq5l8s.jpg)
/anm-bengali/media/media_files/xeSNBU5aZwmv9sqz5hYr.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
কংগ্রেসের নীতি আটকাতে জনগণের ঢাল হলেন মোদি
'পাপ করার আগে তাঁকে মোদির সঙ্গে মোকাবিলা করতে হবে'।
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের আগ্রায় এক জন সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গলায় উঠে আসল কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার সম্পত্তি বিষয়ক মন্তব্য। এদিন কার্যত হুঙ্কার দিয়ে তিনি বলেন, “আপনি কি আপনার সম্পত্তি দুর্নীতিগ্রস্ত এসপি-কংগ্রেস জোটের কাছে ছেড়ে দেবেন? এসসি, এসটি এবং ওবিসি অধিকার লুণ্ঠন করার আগে এবং মহিলাদের মঙ্গলসূত্রে নজর দেওয়ার আগে তা রুখে দাঁড়াব আমি। মোদি যতদিন বেঁচে আছেন, অন্য কেউ এমন পাপ করার সাহস পাবে না। এরকম পাপ করার আগে তাঁকে মোদির সঙ্গে মোকাবিলা করতে হবে”।