New Update
/anm-bengali/media/media_files/uPiT6gkA7SwAT5XdA6Yq.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এই নিয়ে পর পর তিনবার উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ বছর আগে ২০১৪ সালে তিনি এই কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন পেশ করেন প্রথম। সেই বছরই তিনি প্রধানমন্ত্রী পদে বসেন।
২০২৪ লোকসভা ভোটে মোদী বিজেপির তরফে বারাণসী কেন্দ্র থেকেই মনোনয়ন পেশ করবেন ১৪ মে। সেই দিন শাস্ত্র মতে গঙ্গার আবির্ভাবের তিথি অর্থাৎ গঙ্গা সপ্তমী তিথি। বারাণসীতে মনোনয়ন জমা দিয়ে মেগা রোড শো করবেন মোদী।
/anm-bengali/media/post_attachments/e903222dd872b3e34efd0deb0d1946221603d66c0022cca0cb17b58a87347526.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us