‘মোদী মিশন’: প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন বই লিখলেন আইনজীবী বার্জিস দেশাই, প্রকাশ শুক্রবার

তাঁর লেখা নতুন বইয়ের নাম — ‘মোদী মিশন’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংঘ পরিবারের নিবেদিত কর্মী থেকে দেশের প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদীর জীবনের প্রতিটি অধ্যায় যেন এক অনন্য যাত্রাপথ। আর সেই যাত্রাকেই লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুললেন আইনজীবী বার্জিস দেশাই। তাঁর লেখা নতুন বইয়ের নাম — ‘মোদী মিশন’।

এই বই প্রকাশিত হবে আগামী শুক্রবার, মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের হাতে। বইটিতে উঠে এসেছে মোদীর ছেলেবেলা থেকে আজকের প্রধানমন্ত্রী পদ পর্যন্ত তাঁর জীবনযাত্রা ও অভিজ্ঞতা।

Modi

তবে লেখক নিজেই জানিয়েছেন, এটি কোনও আত্মজীবনী নয়। বইটিতে মোদী কী করেছেন বা করেননি, তার বিচার নেই। বরং তিনি কীভাবে সমাজকে দেখেছেন, কীভাবে জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে গঠন করেছে— সেই দৃষ্টিকোণেই সাজানো হয়েছে বইটি।

তাঁর এই নতুন বই ‘মোদী মিশন’ শুধু একজন নেতার কাহিনি নয়, বরং এক সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যাত্রার এক প্রেরণাদায়ক দলিল বলেই মনে করছেন পাঠক ও রাজনৈতিক মহল।