মোদী মোদী শব্দে মুখরিত রাজ্যসভা, পাল্টা ইন্ডিয়া ধ্বনি বিরোধীদের

ভারতের বিদেশনীতিতে উল্লেখযোগ্য বিষয়গুলো উল্লেখ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মুখরিত হয়ে ওঠে রাজ্যসভা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে। বর্ষাকালীন অধিবেশনের মাঝে রাজ্যসভায় উঠল 'মোদী মোদী' স্লোগান। রাজ্যসভায় যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের বিদেশনীতির উন্নতি নিয়ে কথা বলতে ওঠেন, সেই সময় এনডিএ সাংসদরা 'মোদী মোদী' স্লোগান তুলতে শুরু করেন। অন্যদিকে এনডিএ সাংসদরা যখন 'মোদী মোদী' বলে স্লোগান দিতে শুরু করেন, সেই সময় বিরোধীরা পাল্টা 'ইন্ডিয়া ইন্ডিয়া' বলে স্লোগান দিতে শুরু করেন। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলগুলো এক ছাদের নীচে হাজির হয়ে ইউপিএ নামের অবসান ঘটান। বিজেপি বিরোধীরা এবার 'ইন্ডিয়া' নাম নিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করবেন বলে সিদ্ধান্ত হয়। যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।