মোদীর বার্তা, এবার গর্জে উঠুন, 'মা কো গালি নহি সহেঙ্গে, নহি সহেঙ্গে'

নারীদের প্রতি ঘৃণার এই রাজনীতি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: একাধিকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে কংগ্রেস। যা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে বিজেপি। এবার সেই বিষয় নিয়েই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী বলেন, "কংগ্রেস সর্বদা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করে, যিনি একজন দরিদ্র, আদিবাসী পরিবার থেকে এসেছেন। নারীদের প্রতি ঘৃণার এই রাজনীতি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। কোন ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে? ভারতের মাটি কখনও মায়েদের নির্যাতনকারীদের ক্ষমা করেনি। আরজেডি এবং কংগ্রেসের উচিত ছটি মাইয়ার কাছে ক্ষমা চাওয়া। সকলেরই আরজেডি এবং কংগ্রেসের কাছ থেকে জবাব দাবি করা উচিত। প্রতিটি রাস্তা এবং এলাকা থেকে কেবল একটিই আওয়াজ হওয়া উচিত, 'মা কো গালি নহি সহেঙ্গে, নহি সহেঙ্গে'। আরজেডি এবং কংগ্রেসের দ্বারা সংঘটিত অত্যাচার আমরা সহ্য করব না'।

Modi