ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নিয়ে বিশেষ বার্তা মোদীর

রুচি এবং কৃষি পদ্ধতির প্রতীক করে তুলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: আম উৎসব বা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নিয়ে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি লেখেন, "ভারত বিশ্বব্যাপী তার আমের বৈচিত্র্য, স্বাদ এবং গুণমানের জন্য বিখ্যাত। আমাদের দেশের উর্বর জমি, বৈচিত্র্যময় জলবায়ু এবং কৃষকদের কঠোর পরিশ্রম আমকে আমাদের সংস্কৃতি, রুচি এবং কৃষি পদ্ধতির প্রতীক করে তুলেছে। তাই, 'ইন্ডিয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫'-এর মতো অনুষ্ঠান কৃষি বৈচিত্র্যকে উৎসাহিত করতে এবং আম চাষীদের জন্য সুযোগ বৃদ্ধিতে উপকারী প্রমাণিত হবে"।

GxMV90tbgAAbeiO