মোদি-মেলোনি বৈঠক ২০২৬-এ ! ভারত-ইতালি সম্পর্ক জোরদারে ইউক্রেন ও IMEC নিয়ে আলোচনা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
modi and meloniq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে ইতালির উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি (Antonio Tajani) ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী মোদি ২০২৬ সালে ইতালি সফর করবেন। ভারত এবং ইতালির কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই বৈঠককে তিনি 'অত্যন্ত ইতিবাচক' বলে অভিহিত করেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পক্ষ থেকে তাজানি প্রধানমন্ত্রী মোদিকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে তিনি নিশ্চিত করেন। তিনি বলেন,"আমার প্রধানমন্ত্রী জিয়োর্জিয়া মেলোনির নামে আমি প্রধানমন্ত্রীকে ইতালি সফরের জন্য আমন্ত্রণ জানাই। এর উত্তর 'হ্যাঁ' এসেছে। ২০২৬ সালে তিনি আমার দেশে, ইতালিতে থাকবেন।"

G71MEa9XMAA7kpK

তবে, ইতালির প্রধানমন্ত্রী কখন ভারত সফর করবেন, সেই প্রশ্নের জবাবে তাজানি বলেন, "আমরা এখনও দিনক্ষণ ঠিক করিনি। ২০২৬ সালের মধ্যেই তা হবে।"

দুই দেশের মধ্যেকার 'সুপার রিলেশন' নিয়ে আলোচনার পাশাপাশি, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় উঠে আসে।

আইএমইসি (IMEC): ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (India-Middle East-Europe Economic Corridor) নিয়ে আলোচনা হয়। তাজানি এই করিডোর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নত হওয়ায় প্রকল্পটি দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন। এই করিডোরটি ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক সংযোগের জন্য একটি গেম-চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে।

শিল্প সহযোগিতা (Industrial Cooperation): দুই দেশ শিল্প সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে, যা ২০২৫-২০২৯ সালের ভারত-ইতালি যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার অংশ। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে।


ইউক্রেন শান্তি: ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। তাজানি জোর দিয়ে বলেন, "ইউক্রেন নিয়ে একটি চুক্তি অর্জনের জন্য রাশিয়াকে চাপ দিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি স্থাপনে ভারতের কূটনৈতিক গুরুত্বের কথা তিনি তুলে ধরেন।

উপ-প্রধানমন্ত্রী তাজানি আরও উল্লেখ করেন যে, ভারত-ইতালি বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে এবং আগামী বছরগুলিতে এই সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ।