মোদী ম্যাজিক: এবার এই রাজ্যে সরকার পরিবর্তন, হাত বদলে ক্ষমতায় বিজেপি!

বিজেপির দখলে আসতে পারে আরও এক রাজ্য, এল বড় বার্তা। 

author-image
Aniket
New Update
Narendra Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তেলাঙ্গানা নির্বাচনে মোদী ম্যাজিক হবে বলে আশাবাদী বিজেপি। এবার তেলাঙ্গানা নির্বাচনে জয়ের বার্তা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলাঙ্গানা রাজ্যে এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে বলে জানিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন, তেলাঙ্গানায় বিজেপির হাওয়া বইছে। বিআরএস-এর হাত বদলে তেলাঙ্গানার শাসন এবার বিজেপির হাতে আসবে। তিনি বলেছেন, "আমি তেলেঙ্গানায় পরিবর্তনের ঢেউ দেখছি। তেলেঙ্গানার মানুষ বিআরএস সরকারের ৯ বছরের শাসনে বিরক্ত এবং এর থেকে মুক্তি চায়। এবার হাওয়া বিজেপির পক্ষে"।