নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে বিরাট জয়ের পর রামলালার দর্শনে অযোধ্যায় হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “৫৪২ টি আসন আছে, আমরা কিছু জিতব এবং কিছু হারব। এতে সমস্যা কী? নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে চলেছেন তৃতীয়বার ভগবান রামের আশীর্বাদে। এটাই সবচেয়ে বড় কথা”।
/anm-bengali/media/media_files/G39BpBurwgy0b01o6bEe.jpg)
/anm-bengali/media/media_files/EZ2o8eVjtFWFr5pglElN.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
শ্রীরামের আশীর্বাদ ধন্য মোদি, বিরোধীদের মুখ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী
'আমরা কিছু জিতব এবং কিছু হারব। এতে সমস্যা কী?'
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে বিরাট জয়ের পর রামলালার দর্শনে অযোধ্যায় হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “৫৪২ টি আসন আছে, আমরা কিছু জিতব এবং কিছু হারব। এতে সমস্যা কী? নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে চলেছেন তৃতীয়বার ভগবান রামের আশীর্বাদে। এটাই সবচেয়ে বড় কথা”।