দিল্লিতে থাকছেন না মোদী! মমতার নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন অধীর

কেন মুখ খুলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনী প্রচার নিয়ে এবার সুর চড়ালেন কংগ্রেস নেতা।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পাঁচ রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারের লড়াই। একের পর এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে নিশানা করছেন বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিভিন্ন ইস্যুতে তুলোধনা করে চলেছেন কংগ্রেসের। এদিকে একটাও কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়! কেন? সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, "আমি অবাক হয়েছি যে যখন পাঁচটি রাজ্যে নির্বাচন হচ্ছে এবং একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে, কংগ্রেস এবং সমস্ত বিরোধীদের পরাজিত করার জন্য, প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দিল্লি ছাড়ছেন। তিনি কংগ্রেসকে গালাগাল দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর মধ্যেই নীরব রয়েছেন।তাঁর নীরবতা দেখে আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে।সে রহস্যটা কী?আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি ভোটারদের কাছে একটা বার্তা দিতে। পাঁচটি রাজ্যেই বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এমন কংগ্রেসকে সমর্থন করা প্রয়োজন।কিন্তু চুপ থাকাটা আশ্চর্যজনক।"