/anm-bengali/media/media_files/BNhx757i7EZlaxpLcIJn.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যে কারণে স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর মধ্যপ্রদেশ সফর। আগামী মঙ্গলবার, ২৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই, সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিলেন, আগামী ২৭ জুন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যে কারণে প্রধানমন্ত্রী মোদীর লালপুর ও পাকারিয়া সফর স্থগিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, মঙ্গলবারের সফর স্থগিত হলেও শীঘ্রই প্রধানমন্ত্রীর মধ্যপ্রদেশ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে। লালপুর ও ভোপালে মোদীর যে কর্মসূচি রয়েছে, তাতে কোনও পরিবর্তন করা হবে না।
#WATCH | MP CM Shivraj Singh Chouhan, says "Due to the possibility of heavy rains tomorrow, 27th June, PM Modi's visit to Lalpur and Pakaria (of Shahdol) has been postponed. Soon, the new date of his visit will be decided. The arrangements for the program will also continue in… pic.twitter.com/oTpp3hKImc
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us