New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ নিজের ২দিনের গুজরাট সফরে, গুজরাটের ভুজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরেই এবার কচ্ছে প্রায় ৫০ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন তিনি। এই প্রকল্পের মধ্যে রয়েছে খাভদা রিনিউএবল এনার্জি পার্ক থেকে শুরু করে বিদ্যুৎ পরিবহণ প্রকল্প, নতুন থার্মাল পাওয়ার ইউনিট, কাণ্ডলা বন্দর উন্নয়ন, এবং সড়ক, জল ও সৌরবিদ্যুৎ প্রকল্প। এই বিষয়ে তিনি বলেন,''একটা সময় ছিল যখন পুরো গুজরাটেও কেউ কখনও কল্পনা করতে পারতো না যে গুজরাটে ৫০ হাজার কোটির বিনিয়োগ করা হবে। আর আজকে শুধু গুজরাটের একটা জেলায় ৫০ হাজার কোটির বিনিয়োগ করা হচ্ছে।''
/anm-bengali/media/media_files/2025/05/26/z6yLBhtGWhAYlTfDWgoC.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us