Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/t63KIitcGdjaU2fz8QGz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে যখন প্রতিটি জিনিসপত্রের দামেই উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে ঠিক সেই আবহেই এবার সাধারণ মানুষদের কথা ভেবে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রত্যক্ষভাবে লাভবান হবেন আমআদমি। অর্থমন্ত্রক একটি সুখবর দিল। এবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টসের কেনার ক্ষেত্রে GST-র পরিমাণ কমিয়েছে।
আর ৩১.৩ শতাংশ GST দিতে হবে না। ফ্যান, কুলার, গিজারের মতো যন্ত্রগুলি সুলভে মিলবে। এবার কমতে চলেছে মোবাইলের দামও। মোবাইল ফোন, স্মার্ট টিভি, LED বাল্ব, ফ্রিজ, ইউপিএস, ওয়াশিং মেশিনের উপর GST ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us