/anm-bengali/media/media_files/H9Y27FO4FEdzbXsqzYjW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় সুখবর। জুলাইয়ে একসঙ্গে দুটি উপহার দিতে পারে কেন্দ্র সরকার। জুলাইয়ের প্রথম উপহারটি হতে পারে ডিএ বৃদ্ধি এবং দ্বিতীয়টি হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার সম্ভবত জুলাই মাসে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে। ২.৫৭ শতাংশ হারে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হচ্ছে এখন। বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি উঠেছে। ফলে ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৬ হাজার টাকা হবে।