New Update
/anm-bengali/media/media_files/IEi4LMS8m5AiDagT6Hz6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর তারিখটি এবার এল সামনে। দেশজুড়ে আসন্ন ছুটির মরশুমের ঠিক আগেই অর্থাৎ ১৫ অক্টোবটের আগে সরকারি কর্মীদের ভাতা বাড়ানো হবে বলে জানা গেছে। এই সময় সরকারি কর্মচারীদের বিশেষ উপহার দিতে চাইছে মোদি সরকার। জানা গেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। এর ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হবে ৪৬ শতাংশ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us