New Update
/anm-bengali/media/media_files/l0VWeD4ItOwVVkZjo85q.jpg)
নিজস্ব সংবাদদাতা: আবার এক ভালো খবর সরকারি কর্মীদের জন্য। আগস্ট মাসের শেষেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে এবার মোটা টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম পে কমিশনের অধীনে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। তাদের জন্য এবার নতুন খবর।
/anm-bengali/media/media_files/cTUJzXk9R6bxmiMEFthw.jpg)
DA সহ অন্ততপক্ষে ১৩ টি ভাতা বৃদ্ধি পেতে পারে। সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যাওয়ার ফলে অন্যান্য যে ভাতা রয়েছে সেগুলি বৃদ্ধি পেয়ে কমপক্ষে ২৫ শতাংশ হতে পারে। এগুলি হল এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ ভাতা, পরিবহন ভাতা অর্থাৎ যাতায়াতের জন্য সরকার যে খরচ দেয়, বাসস্থান, ডেপুটেশন, স্প্লিট ডিউটি, খাবার, পোশাক ইত্যাদি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us