/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মোদী সরকারের ১১ বছর সম্পন্ন। এই ১১ বছর দেশ যেরকম অনেক কিছু পেয়েছে ঠিক সেরকমই বিতর্কের ঝড়ও উঠেছে। তবে এই সবকিছুকে আমল দিতে চাইছেন না কেন্দ্রীয় নেতৃত্বরা।
এদিন এই ১১ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। আমাদের সরকার তার তৃতীয় মেয়াদের এক বছর পূর্ণ করেছে। এই বছরটি ছিল সাফল্যে পরিপূর্ণ। কৃষির দৃষ্টিকোণ থেকে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি, নীতি এবং কর্মসূচির ফলাফল। চতুর্থ প্রান্তিকে কৃষি বৃদ্ধির হার ছিল ৫.৪%। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে চাই, আমাদের শস্যের ভাণ্ডার পূর্ণ। আমরা খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড স্থাপন করেছি। গত ১০ বছরে, আমরা আমাদের কৃষি উৎপাদন ৪০% বৃদ্ধি করেছি। আমরা শ্রী অ্যান গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমরা সকলেই মিলেটের গুরুত্ব জানি, যা সুপারফুড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বে মিলেটের চাষ এবং ব্যবহার প্রচারের জন্য একটি উদ্যোগ নিয়েছেন, যা গোটা দেশজুড়ে সমৃদ্ধ হয়েছে”।
#WATCH | Rangareddy, Telangana: On 11 years of Modi government, Union Agriculture Minister Shivraj Singh Chouhan says, "Today is a historic day. Our government has completed one year of its third term. This year was full of accomplishments. From the point of view of agriculture,… pic.twitter.com/OYN1JV8FLw
— ANI (@ANI) June 9, 2025
/anm-bengali/media/media_files/2025/04/30/1ZLtjIXoy6YBJNWM8BkY.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us