/anm-bengali/media/media_files/OvOHMKvFsyw9BjOg0Gif.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বুধবার, উল্টোরথের দিন ত্রিপুরায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিপুরার কুমারঘাটে রথ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে ২টি শিশুও ছিল বলে জানা যায়। ১৬ জন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।
মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন
এই ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, যাঁরা জখম হয়েছেন, তাঁদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মোদী টুইট করে জানিয়েছেন, কুমারঘাটে উল্টো রথযাত্রার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। স্থানীয় প্রশাসন আহতদের সম্ভাব্য সব ধরণের সহায়তা দিচ্ছেন বলে টুইটে লিখেছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us