/anm-bengali/media/media_files/iwdZsCL12ba17HPTiTeg.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির নেতারা ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডির অভিযোগপত্রের বিরোধিতা করে প্রতিবাদ করলেন এদিন। ইডির দপ্তরের সামনে অবস্থানে বসে বিক্ষোভ দেখালেন তারা। তেলেঙ্গানার মন্ত্রী পুন্নম প্রভাকর এদিন বলেন, “একজন তরুণ নেতা রাহুল গান্ধীর নেতৃত্বের উত্থান দেখার পর - বিজেপি তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব ষড়যন্ত্র করছে। তারা (গান্ধী পরিবার) এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল যে তারা যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু তারা এমন প্রতারণা করেনি। আজ, প্রধানমন্ত্রী মোদী দেশের সম্পত্তি আদানি এবং আম্বানিকে দিচ্ছেন, কিন্তু আমরা এরকম কিছুই করিনি। যখন বিজেপি দুর্বল হয়, তখন তারা কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে। এটা সবই একটি রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু দেশের মানুষ গান্ধী পরিবারের সাথে আছে”।
#WATCH | Telangana Pradesh Congress committee leaders staged a protest opposing the ED chargesheet against Rahul Gandhi and Sonia Gandhi in the National Herald case; Telangana Minister Ponnam Prabhakar says, "...After seeing the leadership rise of a young leader Rahul Gandhi -… pic.twitter.com/QDMdYWuGwl
— ANI (@ANI) April 17, 2025
/anm-bengali/media/media_files/2025/02/03/Qm3bDzn7zfcVyTq6nFAk.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us