২ বার! কথা দিয়েও কথা রাখেননি মোদী! পর্দাফাঁস খার্গের

একটা টাকাও দেয়নি মোদী সরকার! এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি।

author-image
Pallabi Sanyal
New Update
modi kharge.jpg

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে প্রচার। ২ বারের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে এবার মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন খার্গে। রাজস্থানের বারানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "এখানে একটি নতুন সেচ প্রকল্প রয়েছে, যা প্রধানমন্ত্রী মোদী দুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি এই সেচ প্রকল্পের জন্য অর্থ দেবেন। কিন্তু আমাদের কংগ্রেস সরকার ২৫,০০০ কোটি টাকা খরচ করেছে।  কিন্তু মোদী সরকার এক টাকাও দেয়নি।"

hiring.jpg