/anm-bengali/media/media_files/2025/02/27/9bJQJeMScJSugyt14Xgt.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ (Mahakumbh 2025) শেষ। বিশ্বের অন্যতম ধর্মীয়মেলা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)৷ প্রধানমন্ত্রী মোদী গঙ্গা-যমুনা-সরস্বতীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন৷
প্রধানমন্ত্রী লিখছেন, "মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী এবং সেইসঙ্গে জনগণের কাছে ক্ষমা চাইছি৷" তিনি আরও লেখেন, তাঁর কাছে মানুষ ঈশ্বরের রূপ৷ কুম্ভে পরিষেবা প্রদানে খামতি ত্রুটি থাকার জন্যই ক্ষমাপ্রার্থী প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন, "মহাকুম্ভ শেষ হয়েছে। ঐক্যের 'মহাযজ্ঞ' সমাপ্ত হয়েছে ৷" মহাসমাবেশ শেষের পর তিনি আরও লিখছেন, দেশকে এখন 'বিকশিত ভারত'-এর লক্ষ্য পূরণের জন্য একইরকম আত্মবিশ্বাস এবং ঐক্যের অনুভূতি নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী আরও লেখেন, ''এই মহাকুম্ভ ১৪৪ বছর পর এসেছে৷ ভারতের উন্নয়ন যাত্রায় একটি নতুন অধ্যায়ের বার্তা দিয়েছে। বার্তাটি 'বিকশিত ভারত'-এর৷ প্রয়াগরাজের এই তীর্থযাত্রাটি ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়৷ কোনও আমন্ত্রণ ছাড়াই পবিত্র সঙ্গমে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছে। সেখানে স্নান করার পর মানুষের আনন্দের বিষয়বস্তু প্রতিফলিত হওয়ার দৃশ্য তিনি কখনওই ভুলতে পারবেন না।''
महाकुंभ संपन्न हुआ...एकता का महायज्ञ संपन्न हुआ। प्रयागराज में एकता के महाकुंभ में पूरे 45 दिनों तक जिस प्रकार 140 करोड़ देशवासियों की आस्था एक साथ, एक समय में इस एक पर्व से आकर जुड़ी, वो अभिभूत करता है! महाकुंभ के पूर्ण होने पर जो विचार मन में आए, उन्हें मैंने कलमबद्ध करने का… pic.twitter.com/TgzdUuzuGI
— Narendra Modi (@narendramodi) February 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us