আখনুর বাস দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মোদীর

সমব্যথী প্রধানমন্ত্রী।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাস দুর্ঘটনার ঘটনায় সমব্যথী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক 'এক্স' বার্তায় লিখেছেন, ''  আখনুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এক দুর্ভাগ্য। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সম বেদনা রয়েছে। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ২ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা দেওয়া হবে। ''  

PM Narendra Modi Live: 'আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে  আত্মবিশ্বাসী মোদী - Bengali News | Pm narendra modi live Narendra Modi's  last campaign in Bengal in Kakdwip, Mathurapur | TV9 Bangla News

Jammu and Kashmir news: 21 killed, 40 injured as bus carrying pilgrims from  Kurukshetra falls into gorge | Today News

Add 1