"জয়পুরে আধুনিক ডেটা সেন্টার তৈরি, ৫০০০ যুবকের জন্য প্রশিক্ষণ" — রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বড় ঘোষণা

"আরএসএস শতবর্ষ ধরে জাতি নির্মাণের যজ্ঞ চালাচ্ছে, সকলের এতে যোগ দেওয়া উচিত" — বললেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-16 11.10.44 PM

নিজস্ব সংবাদদাতা: তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের নতুন দিশা দেখাতে চলেছে জয়পুর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, “আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়পুরে একটি আধুনিক ডেটা সেন্টার গড়ে তোলা হবে। এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং জমি চিহ্নিত করার কাজ আমরা যৌথভাবে করব। যদি রেলওয়ের কোনও জমি পাওয়া যায়, সেটিও এই প্রকল্পের জন্য ব্যবহার করা হতে পারে।”

মন্ত্রী আরও জানান, “এই ডেটা সেন্টার তরুণ প্রজন্মকে আধুনিক আইটি খাতে প্রশিক্ষণের সুযোগ করে দেবে। পাশাপাশি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং খাতে ৫০০০ যুবককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।”

Screenshot 2025-10-16 11.10.44 PM

রেল পরিষেবার মানোন্নয়নের কথা জানিয়ে বৈষ্ণব বলেন, “রেলে সরবরাহ করা কম্বল যদি কাভার করা যায়, তবে যাত্রীদের জন্য তা এক গুরুত্বপূর্ণ সুবিধা হবে। এই বিষয়ে একটি পাইলট প্রকল্প আজ জয়পুর থেকে শুরু হয়েছে।”

জাতি গঠনের প্রসঙ্গ তুলে রেলমন্ত্রী বলেন, “গত ১০০ বছর ধরে আরএসএস মানবিক উন্নয়নের মাধ্যমে জাতি নির্মাণের যজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের এতে যোগ দেওয়া উচিত। কারণ দেশের প্রতি ভালোবাসা থাকলেই আমরা দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করতে পারব।”

বিহার নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এনডিএ বিহারে বিপুল ব্যবধানে জয়লাভ করবে, এতে কোনও সন্দেহ নেই।”  মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই ঘোষণাগুলি রাজস্থানে প্রযুক্তি, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।