১১৫ জন আদিবাসীর পা ধুয়ে দিলেন বিধায়িকা- কিন্তু কেনও?

‘জনজাতি সংস্কৃতি ও গৌরবের জানজাগরণ’ কর্মসূচিতে আবেগঘন দৃশ্য, আদিবাসী সমাজকে সম্মান জানানোর বার্তা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-11 10.52.00 PM

নিজস্ব সংবাদদাতা: পাণ্ডারিয়া বিধানসভা এলাকার এমএলএ ভাবনা বোহরা ‘জনজাতি সংস্কৃতি ও গৌরবের জানজাগরণ’ অনুষ্ঠানে ১১৫ জন আদিবাসীর ‘ঘর ওয়াপসি’ উপলক্ষে তাঁদের পা ধুয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, পরিচয় ও গৌরবকে সম্মান জানানো এবং সমাজের সঙ্গে তাদের পুনর্মিলনের বার্তা দেওয়া।