আসামের সঙ্গে সীমান্ত নির্ধারণ হবে ১৮৭৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ! সীমান্ত নিয়ে কড়া মনোভাব প্রকাশ করলো মিজোরাম

কি নিয়ে এই বিরোধ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : আসামের সঙ্গে নিজেদের সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে ১৮৭৫ সালের বিজ্ঞপ্তিকেই ভিত্তি হিসেবে মেনে চলবে মিজোরাম সরকার। বুধবার এই অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙা।

আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে আসাম সরকার বলেছে যে, এই দুই রাজ্যের সীমানা ১৯৬৯ সালের জরিপ অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। তবে মিজোরাম সরকার প্রথম থেকেই দাবি করে আসছে যে, ১৮৭৫ সালের বিজ্ঞপ্তি অনুসারে সীমান্ত নির্ধারণ করা হোক, যা মিজো এবং ব্রিটিশদের মধ্যে চুক্তি ছিল।

d

কে সাপডাঙা বলেন, "১৮৭৫ সালের বিজ্ঞপ্তিটি মিজোরাম ও ব্রিটিশ শাসনের অধীনে থাকা তৎকালীন লুসাই পাহাড়ের সীমানা চিহ্নিত করে। এটিই আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য মানদণ্ড।"