ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, মিজোরাম ছাড়ছে বহু মানুষ

ফের আতঙ্ক ছড়াচ্ছে মিজোরামের বাসিন্দাদের মনে।

New Update
 refugees.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মিজোরাম সীমান্তে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। ফের আতঙ্ক ছড়াচ্ছে সেখানকার বাসিন্দাদের মনে। চামফাই জেলার জোখাওথার এলাকার ভারত-মায়ানমার সীমান্তে দেখা গেল এমনই অস্থিরতার ছবি।

ভারত-মিয়ানমার সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে, চাম্পাই জেলার জোখাওথার এলাকার স্থানীয় যুবক জোথাংলিয়ানা বলেন, “সেদিন পুরো পরিস্থিতি ছিল ভয়াবহ এবং আমরা সবাই বোমা হামলার সাক্ষী হয়েছিলাম। মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় মায়ানমার সেনাবাহিনীর অবস্থান। শরণার্থীরা এখানে এসেছে এবং আমরা তাদের সাহায্য করছি। কিন্তু আতঙ্কে রয়েছি আমরাও”।

 

সম্প্রতি মিজোরামের সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সেনাবাহিনী বিমান হামলা চালায়। তারপর থেকে সর্বস্ব হারিয়ে প্রায় ৫ হাজার মায়ানমার শরণার্থী জোখাওথার এলাকায় ৬টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

hiren