ডুবে যাওয়া লাইবেরিয়া জাহাজের মিললো খোঁজ, কোল্লাম উপকূলে পড়লো শোরগোল

নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
m579o444

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ২৪ মে বন্যার কারণে কোচির কাছে ডুবে যায় লাইবেরিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজ MSC ELSA 3 (IMO NO. 9123221)। সেই কন্টেইনারের ৮টি কন্টেইনার এবার কোল্লাম উপকূলে দেখা গেছে।

ইতিমধ্যেই ২৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ২১ জন এবং আইএনএস সুজাতা বাহিনী ৩ জনকে উদ্ধার করেছে। এদিন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।