/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনের মৃত্যুর পর তাঁর পুত্র ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সান্ত্বনা জানাতে আজ স্যার গঙ্গারাম হাসপাতালে পৌঁছালেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ মিসা ভারতী।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে আজ সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এবং গত এক মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
/anm-bengali/media/post_attachments/9abdb857-50c.png)
হাসপাতালে পৌঁছে মিসা ভারতী শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং বলেন, “শিবু সোরেনজির মৃত্যু গোটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধুমাত্র একজন নেতা ছিলেন না, ছিলেন একটি আন্দোলনের মুখ। তাঁর জীবনসংগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখি।”
রাজনৈতিক মহলে শিবু সোরেনের মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে। একাধিক রাজনৈতিক দলের নেতারা তাঁকে শ্রদ্ধা জানাতে ও হেমন্ত সোরেনের পাশে থাকতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।
ঝাড়খণ্ড সরকার ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আগামীকাল রাঁচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
#WATCH | Delhi: RJD MP Misa Bharti arrives at Sir Gangaram Hospital to meet Jharkhand CM Hemant Soren, after the demise of his father, JMM founding patron and former CM Shibu Soren.
— ANI (@ANI) August 4, 2025
Former Jharkhand CM Shibu Soren passed away this morning at the age of 81, in Delhi. pic.twitter.com/Nd905NKRSS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us