New Update
/anm-bengali/media/media_files/J6Xo81FHhzTr0Gw6WydR.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকাল সকাল স্কুলে যাচ্ছিলেন গাজিয়াবাদের কবিনগর এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী। কিন্তু বাড়ি থেকে কিছুটা এগতেই তাঁর ছোট ভাই তাঁকে গুলি করে। ঘটনায় কিশোরী গুরুতর জখম হয়েছেন। সূত্রে খবর, ভূমি চৌধুরী নামে ১৭ বছর বয়সী কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীটির বাবা জয়বীর চৌধুরী কবিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, ছাত্রীর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, রাগের মাথায় সে গুলি চালিয়েছে। ১৫ বছর বয়সী অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়েছে। নাবালকের কাছে বন্দুকটি কীভাবে এলো পুলিশ সে বিষয়ে তদন্ত চালাচ্ছে। নাবালিকা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us