রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া মন্ত্রালয়

ভারতীয় কুস্তিগিরদের জন্য বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
WFI

নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের ডিসেম্বরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশের ক্রীড়া মন্ত্রালয়।

mansukh mandaviya.jpg

আর আজ প্রায় দীর্ঘ এক বছরের বেশি সময়ের পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া মন্ত্রালয়। এরফলে যথেষ্ট উচ্ছসিত সমস্ত ভারতীয় কুস্তিগির।