নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের ডিসেম্বরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশের ক্রীড়া মন্ত্রালয়।
/anm-bengali/media/media_files/rRuMCruayzn4zCbiMHqT.jpg)
আর আজ প্রায় দীর্ঘ এক বছরের বেশি সময়ের পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া মন্ত্রালয়। এরফলে যথেষ্ট উচ্ছসিত সমস্ত ভারতীয় কুস্তিগির।