সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পহেলগাঁওয়ের অপরাধীদের পরিচয় ! ভুয়ো খবর বললো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক

কি জানালো প্রতিরক্ষা মন্ত্রক ?

author-image
Debjit Biswas
New Update
terrorist pakistan

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও হামলায় জড়িত বেশকিছু হামলাকারীকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। তারপর ওই জঙ্গিদের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত একটি প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর এবার এই বিষয়েই একটি বড় তথ্য সামনে আনলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "ভারতীয় সশস্ত্র বাহিনীর কোনও  অনুমোদিত মিডিয়া হ্যান্ডেল এই ধরনের কোনও নথি তৈরি বা প্রকাশ করেনি। এমনকি সশস্ত্র বাহিনীর জনসংযোগ কার্যালয় বা মনোনীত কোনও  মুখপাত্রও এই ধরনের কোনও মন্তব্যও করেননি।" এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক আরও স্পষ্ট করে বলেছে যে, "এই প্রতিবেদনটি ওপেন সোর্স থেকে সংগৃহীত তথ্যের একটি সংকলন বলে মনে হচ্ছে, যা এনকাউন্টারের পরের ফলাফল নিয়ে তৈরি করা হয়েছে।" এই বিবৃতির পর, ওই প্রতিবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

pahalgam terrorists s