পঞ্জাবে বিজেপির ‘জনতা কি বিধানসভা’ নিয়ে কটাক্ষ মন্ত্রীর

সংবিধানে বিশ্বাস নেই বলেই অবৈধ অধিবেশন চালাচ্ছে: বারিন্দর কুমার গয়াল।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-29 11.52.10 AM

নিজস্ব সংবাদদাতা: পঞ্জাবে বিজেপির আয়োজিত ‘জনতা কি বিধানসভা’ কর্মসূচিকে কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী বারিন্দর কুমার গয়াল। তিনি অভিযোগ করে বলেন, “এটা বোঝায় যে তারা সংবিধানে বিশ্বাস করে না। প্রথমেই তাদের এখানে থেকে পদত্যাগ করা উচিত, কারণ তারা অবৈধ অধিবেশন চালাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত এই ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক মহলে গয়ালের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।