/anm-bengali/media/media_files/dS8k1r089F6ItJQG46rb.jpg)
নিজস্ব সংবাদদাতা: সদ্য কর্ণাটকে কংগ্রেস সরাকর গঠন করেছে। শনিবার কংগ্রেস নেতা রুদ্রপ্পা লামানির মন্ত্রী-পদের জন্য কর্ণাটকে প্রদেশ কংগ্রেসের কমিটি অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তার সমর্থকরা। রুদ্রপ্পা লামানিকে মন্ত্রী-পদ না দেওয়া হলে বিক্ষোভ চলবে বলে জানিয়েছে লামানির সমর্থকরা। উল্লেখ্য, রুদ্রপ্পা মানাপ্পা লামানি ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে হাভেরি আসন থেকে জয় পেয়েছেন। কংগ্রেস নেতা রুদ্রপ্পা লামানির একজন সমর্থক বিক্ষোভের বিষয়ে বলেছেন, "আমাদের বানজারা সম্প্রদায়ের নেতা রুদ্রপ্পা লামানির নাম গত রাত পর্যন্ত তালিকায় ছিল, কিন্তু আজ আমরা দেখলাম যে তালিকায় তার নাম নেই। আমাদের নেতা যদি মন্ত্রী-পদ না পান তবে আমরা এর প্রতিবাদ করব। আমরা নির্বাচনে কংগ্রেসকে আমাদের ৭৫ শতাংশ ভোট দিয়েছি, তাই আমাদের সম্প্রদায় থেকে মন্ত্রী হিসাবে অন্তত একজন নেতা থাকা উচিত"।
Karnataka | Congress leader Rudrappa Lamani's supporters stage protest outside Karnataka Pradesh Congress Committee (KPCC) office demanding ministerial post for the leader.
— ANI (@ANI) May 27, 2023
Rudrappa Manappa Lamani won the 2023 Karnataka Assembly elections from Haveri constituency.
"Our banjara community leader Rudrappa Lamani's name was there on the list till last night, but today we saw that his name was not there on the list. If our leader will not get the Ministerial post, we will protest against this because we gave our 75 % vote to Congress in the… pic.twitter.com/d981vabEP4
— ANI (@ANI) May 27, 2023