New Update
/anm-bengali/media/media_files/u8u5fEihGeytCh6A9gTs.jpg)
মনজিৎ সিং, পুঞ্চঃ গত নয় বছরে মোদী সরকারের সাফল্যের কথা উল্লেখ করে পুঞ্চ ডোরের কলেজ গ্রাউন্ড পুঞ্চে জনসভা করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য অগণিত কাজ করেছে। বুধা অমরনাথ যাত্রার কথা মাথায় রেখে পুঞ্চ মান্ডি সড়ক মেরামতের ওপর জোর দিয়েছে সরকার, যাতে বুধা অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে না হয়। এছাড়া দুর্নীতি দূরীকরণে নতুন প্রযুক্তি গ্রহণ করেছে সরকার।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us