/anm-bengali/media/media_files/gj2M3TjSODxdijWiT9QY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাধু সন্তদের উপস্থিতিতে অযোধ্যা যেন তপভূমিতে পরিণত হয়েছে। সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল হবে রাম মন্দিরের উদ্বোধন। এদিকে নজির গড়লেন ওড়িশার (Odisha) এক শিল্পী। চক শিল্পী কে বিজয় কুমার রেড্ডি শ্রী রামের একটি ৩ সেন্টিমিটার লম্বা ক্ষুদ্র মূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২.৫ সেন্টিমিটার লম্বা মূর্তি খোদাই করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, "শ্রীরামের মূর্তি তৈরি করতে আমার একদিন সময় লেগেছিল। প্রধানমন্ত্রী মোদী সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলেন। আর আমি সেটাই চকের মধ্যে তুলে ধরেছি"
#WATCH | Berhampur, Odisha: Chalk artist K Vijay Kumar Reddy carves out a 3 cm tall miniature statue resembling the Shri Ram idol and a 2.5 cm tall idol of Prime Minister Narendra Modi, highlighting the Swachh Abhiyan.
— ANI (@ANI) January 21, 2024
He says, "... it took me one day to carve out the idol of… pic.twitter.com/np2TAm81sL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us