উপরাষ্ট্রপতিকে নিয়ে উপহাস, নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি

উপ-রাষ্ট্রপতির জন্যে দুঃখ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

New Update
president-draupadi-murmu-and-jagdeep-dhankhar.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে মিমিক্রি করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিওতে দেখা গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মিমিক্রি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন রাহুল গান্ধী সহ বাকি সাসপেন্ডেড সাংসদরা। আর এতেই গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন জগদীপ ধনখড়। এবার সেই ঘটনায় উপ-রাষ্ট্রপতির জন্যে দুঃখ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিন, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি লেখেন, “সংসদ কমপ্লেক্সে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তা দেখে আমি হতাশ হয়েছি। নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তবে তাদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত। এটি সংসদীয় ঐতিহ্য যা আমাদের গর্বিত করে। ভারতের জনগণ আশা করে যে সদস্যরা এটি বজায় রাখবে। কিন্তু এই ঘটনা বেশ কিছু বিষয়ের ওপর প্রশ্ন তুলে দিল”।

 

hiren