New Update
/anm-bengali/media/media_files/5pTmzXkqYWBd3Nx0AVs9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : জঙ্গি নিধন অভিযানে গিয়ে এবার গুলিবিদ্ধ সেনা। সোমবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের রাজৌরিতে যে এনকাউন্টার শুরু হয়েছিল, বন্দুক যুদ্ধ চলার সময়ে ২ সেনা জওয়ান আহত হয়েছেন বলে মঙ্গলবার জানানো হয়েছে। তারা চিকিৎসাদীন। অবস্থা স্থিতিশীল। জানা যাচ্ছে, এলাকার একটি বনাঞ্চলে একটি কর্ডন এবং তল্লাশি অভিযানের পরে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল সোমবার সন্দেহজনক গতিবিধির তথ্যের ভিত্তিতে কালাকোট এলাকায় ব্রোহ এবং সুম বনাঞ্চল ঘিরে ফেলে। ২ জঙ্গি ঘেরাও করা এলাকার মধ্যেই রয়েছে বলে অনুমান।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us