/anm-bengali/media/media_files/XdKqD1e8QmQxIqBRa8np.jpg)
নিজস্ব সংবাদদাতা : উপত্যকায় বাড়ছে জঙ্গি কার্যকলাপ! যদিও সন্ত্রাসদমনে তৎপর সেনা থেকে প্রশাসন। বারামুল্লায় এল আরো এক সাফল্য। যৌথ অভিযানে পুলিশ নাগবাল চান্দুসায় লস্কর-ই-তৈবা সংগঠনের এক সন্দেহভাজন জঙ্গি সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মোহাম্মদ আশরাফ মীর।তার কাছ থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। । অস্ত্র আইনের অধীনে একটি মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, শ্রানজ ক্রসিংয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল যৌথভাবে তাকে গ্রেফতার করেছে।
J&K | Joint forces of Baramulla Police & 52 RR arrested one person namely Mohd Ashraf Mir, working as a terrorist associate of LeT outfit at Nagbal Chandoosa. One grenade recovered from his possession. Case registered under UA (P) Act & Arms Act. Further probe underway: Kashmir… pic.twitter.com/AtWZQplbcR
— ANI (@ANI) May 27, 2023