কংগ্রেস ছাড়লেন হেভিওয়েট নেতা, কেন? সামনে এল কারণ

নেতা লেখেন, 'আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে। আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি।'

author-image
SWETA MITRA
New Update
Congressflag.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ঠিক আগে মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা (Milind Deora) কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। তিনি আজ একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেবেন। এদিকে দলত্যাগ প্রসঙ্গে মিলিন্দ দেওরা জানালেন, 'আমি উন্নয়নের পথে হাঁটছি।‘  মিলিন্দ দেওরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বইয়ের দক্ষিণ আসন থেকে লড়তে চান। উদ্ধব ঠাকরের শিবসেনাও (ইউবিটি) এই আসনের দাবি করছে। কংগ্রেসও এই আসনটি ঠাকরে গোষ্ঠীকে দিতে সম্মত হয়েছে। আর এতেই দেওরা খুব রেগে যান।