১০৭৯.৯৬ কোটি টাকা খরচ করবে অমিত শাহের দফতর, কেন জানেন?

গত বছরের নভেম্বর থেকে জোশীমঠ ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে. যার ফলে ৮৬৮ টি আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
JOSHIMATH.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। জানা গিয়েছে, কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহেরসভাপতিত্বেউচ্চপর্যায়েরকমিটিজোশীমঠেরজন্য১৬৫৮.১৭কোটিটাকারপুনরুদ্ধারপুনর্গঠন (আরঅ্যান্ডআর) পরিকল্পনাঅনুমোদনকরেছে।এইগবেষণাপুনর্বাসনপরিকল্পনারআওতায়, জাতীয়দুর্যোগপ্রতিক্রিয়াতহবিলের (এনডিআরএফ) পুনরুদ্ধারপুনর্গঠনউইন্ডোথেকে১০৭৯.৯৬কোটিটাকাকেন্দ্রীয়সহায়তাপ্রদানকরাহবে।রাজ্যসরকাররাজ্যদুর্যোগমোকাবিলাতহবিল (এসডিআরএফ) থেকেত্রাণসহায়তারজন্য১২৬.৪১কোটিটাকাদেবেএবংরাজ্যবাজেটথেকে৪৫১.৮০কোটিটাকাদেবে, যারমধ্যে৯১.৮২কোটিটাকারপুনর্বাসনেরজন্যজমিঅধিগ্রহণব্যয়অন্তর্ভুক্তরয়েছেবলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।