ওয়াকফ আইন পাস্ হওয়ায় কৃতজ্ঞ ! প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির সাথে দেখা করলেন দাউদী বোহরা সম্প্রদায়ের সদস্যরা

ওয়াকফ আইন পাস্ হওয়ার কারণে দারুন খুশি দাউদী বোহরা সম্প্রদায়ের সদস্যরা।

author-image
Debjit Biswas
New Update
draupadi murmu.jpg

নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন পাস্ করেছে কেন্দ্র সরকার, যারফলে কেন্দ্র সরকারের প্রতি কৃতজ্ঞ দাউদী বোহরা সম্প্রদায়ের সদস্যরা। গতকাল নিজেদের এই কৃতজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন  দাউদী বোহরা সম্প্রদায়ের সদস্যরা। আর আজ এই দাউদী বোহরা সম্প্রদায়ের সদস্যরা, শেহজাদা হুসেন বুরহানউদ্দিনের নেতৃত্বে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন।

DAUDI BOHRA

 আজ ভারতের রাষ্ট্রপতিকে এই ওয়াকফ আইন পাস্ করানোর জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি, এই সৌজন্য সাক্ষাতে দাউদী বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করেন।