ভারতের বিদেশ নীতির জন্যেই আজ ট্রাম্পের এই অবস্থা, দাবি মেহবুবা মুফতির

সংসদে কেউ চিনের নাম উল্লেখ করেনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi trump

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া দিলেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। এদিন তিনি বলেন, "অপারেশন সিঁদুরের সময়, আমাদের প্রতিরক্ষা সেনা প্রধান নিজেই বলেছিলেন যে আমরা পাকিস্তান এবং চিন উভয়ের সাথেই লড়াই করছি। কিন্তু সংসদে কেউ চিনের নাম উল্লেখ করেনি। আমাদের নেতৃত্বকে বুঝতে হবে যে আমাদের অভ্যন্তরীণ নীতি আমাদের বিদেশ নীতি হতে পারে না। তারা ভোটের জন্য জনগণকে খুশি করার তাদের অভ্যন্তরীণ নীতিকে তাদের বিদেশ নীতিতে পরিণত করেছে। সেই কারণেই ট্রাম্প, যাকে আমরা এত সম্মান করতাম, তিনি আমাদের দেশকে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন"।

mehbooba muftit1.jpg