বুডগাম উপনির্বাচনকে ঘিরে মেহবুবা মুফতির কটাক্ষ

“প্রতিশ্রুতি ভাঙা, অবস্থান বদল—ওমর আবদুল্লাহর কাছে জনতার বলার মতো কিছু নেই”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বুডগাম উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। আজ তিনি ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন,
“আজ ওদের জনতার কাছে বলার মতো কোনও কথা নেই। ওমর আবদুল্লাহ, যিনি বলেছিলেন ক্ষমতায় এলে স্মার্ট মিটার তুলে দেবেন, এখন তিনিই স্মার্ট মিটারের পক্ষে কথা বলছেন। আবার বলছেন সোলার প্যানেল লাগাতে—তারপর তিনি ‘ফ্রি পাওয়ার ইউনিট’-এর কথা ভাববেন!”

মেহবুবা আরও দাবি করেন, এনসি যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা কোথাও দেখা যাচ্ছে না। একই সঙ্গে অভিযুক্তদের অন্য রাজ্যের জেল থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।

পিডিপি প্রধানের আরও অভিযোগ,
“সব দিক থেকে ব্যর্থ হওয়ার পরও ওমর সাহেব কতদিন পিডিপি-বিজেপি নিয়ে পুরনো গল্প বলে সময় কাটাবেন? গত এক বছরে তিনি কী কাজ করেছেন, সেটা জনতাকে জানানো উচিত।”