পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, মেহবুবা মুফতি শোনালেন শান্তির বার্তা

কিছুটা ধৈর্য থাকা উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mehboobad1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ প্রসঙ্গেও এবার মতবিরোধ উপত্যকায়। ঘুরিয়ে ওমর আবদুল্লাহকে একহাত নিলেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর টুইটের প্রসঙ্গ টেনে পিডিপি প্রধান মেহবুবা মুফতি এদিন বলেন, “যুদ্ধবিরতিতে সময় লাগে। যখন দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে থাকে, তখন উত্তেজনা কমাতে সময় লাগে। কিছুটা ধৈর্য থাকা উচিত। আমাদের এমন লোকে পরিণত হওয়া উচিত নয় যারা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। যখন যুদ্ধ হয়, তখন মানুষ তাদের ঘরবাড়ি হারায়, প্রাণ হারায়, শিশুরা নিহত হয় এবং হাসপাতাল আহতদের সংখ্যায় পূর্ণ হয়ে যায়। তাই, যুদ্ধ কোনও কিছুর সমাধান নয়”।

omar abdullahw9.jpg