BREAKING : আপনি কি এক কাশ্মীরে থেকে অন্য কাশ্মীরে বোমা ফেলতে চান ? ফারুক আবদুল্লাহকে তীব্র কটাক্ষ করলেন মেহবুবা মুফতি

কি বললেন মেহবুবা মুফতি ?

author-image
Debjit Biswas
New Update
mehbooba muftit1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) চিফ ফারুক আবদুল্লাহকে তীব্র কটাক্ষ করলেন, জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) চিফ মেহবুবা মুফতি। তিনি বলেন,''আমি শুনেছি জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) চিফ ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে বালাকোটের থেকেও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় ওনার নীতির মধ্যে কোনও স্পষ্টতা নেই।”

fghcjvbkn

 এরপর তিনি বলেন,''ফারুক আবদুল্লাহ একবার বলেন পাক অধিকৃত কাশ্মীরে (POK) বোমা ফেলতে হবে, আবার কখনও বলেন পাকিস্তানের সাথে আলোচনা করা উচিত। আমি এসব বিতর্কে যেতে চাই না। এখন দেশের মানুষের ক্ষতে মলম লাগানোটা বেশি জরুরি।”